বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

অবাধ্য মন ~ সোমনাথ চট্টোপাধ্যায়

আকাশ কুসুম ভাবনা-চিন্তা সারাটা দিন অন্ধকারে
এই যে সময় বদলে যাচ্ছে ঘড়ির কাঁটায় ক্যালেন্ডারে
তাই বলে কি মান ভেঙ্গেছি? বান ঢেকেছে দু-কূল জুড়ে?
তাই বলে কি ভাববো না আর, যা ভেবেছি নির্বিচারে?
 
ঠিক বুঝেছ, পাঁচিল দেওয়াল যাই তুলি সব ভঙ্গপ্রবন
যতই কালো পর্দা টানি, যতই সাজি ভিক্ষু-শ্রমন
যতই গাঁথি চীনের প্রাচীর, যতই কালো বোরখা পরি
অবাধ্য সব ভাবনা চিন্তা করছে সে সব অতিক্রমন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন