মৃত্যুর মিছিলে লেখা থাক আমারও নাম..
নিজেই লিখলাম।
ঘরের কোনে একটা লাল রঙ এর পতাকা,
খেলার ছলে,
ছোট দু হাতে অজান্তেই উঠে এসেছিল।
কাঁধে নিয়ে পাড়ায় ঘুরতাম,
নিলয় আমার সঙ্গী।
কেউ কেউ ভয় দেখাতো, 'ওটা ধরিস না..
ওই যে খেলার মাঠের কোনে
লাল বেদি,ওই তোর মিন্টু মামা।'
চোখ থেকে জল ঝরেনি,
যতবার আয়নায় মুখ রেখেছি,দেখেছি জ্বলন্ত প্রত্যয়।
শক্ত করে বুকে জড়িয়ে ধরেছি,লাল নিশান,
আমার পাড়া তুত মিন্টু মামা।
আমার ঝাণ্ডা সঙ্গী নিলয়,
বারান্দায় বসে কাঁদছে দেখি একদিন…খিদে পেয়েছে।
কাকুর কাজটা চলে গেছে,
ওই লাল নিশান ধরার অপরাধে।
আকাশের তারারা সাক্ষী, শহীদ বেদির দিব্যি,
সব ফোঁটা, মাটি কে লাল করলেও,
ঝাণ্ডা ধরা থাকবে হাত।
স্থবির শরীর মুড়ে দিস কমরেড, ওই পাতাকায়…
মৃত্যুর মিছিলে লেখা হোক আমারও নাম।।
নিজেই লিখলাম।
ঘরের কোনে একটা লাল রঙ এর পতাকা,
খেলার ছলে,
ছোট দু হাতে অজান্তেই উঠে এসেছিল।
কাঁধে নিয়ে পাড়ায় ঘুরতাম,
নিলয় আমার সঙ্গী।
কেউ কেউ ভয় দেখাতো, 'ওটা ধরিস না..
ওই যে খেলার মাঠের কোনে
লাল বেদি,ওই তোর মিন্টু মামা।'
চোখ থেকে জল ঝরেনি,
যতবার আয়নায় মুখ রেখেছি,দেখেছি জ্বলন্ত প্রত্যয়।
শক্ত করে বুকে জড়িয়ে ধরেছি,লাল নিশান,
আমার পাড়া তুত মিন্টু মামা।
আমার ঝাণ্ডা সঙ্গী নিলয়,
বারান্দায় বসে কাঁদছে দেখি একদিন…খিদে পেয়েছে।
কাকুর কাজটা চলে গেছে,
ওই লাল নিশান ধরার অপরাধে।
আকাশের তারারা সাক্ষী, শহীদ বেদির দিব্যি,
সব ফোঁটা, মাটি কে লাল করলেও,
ঝাণ্ডা ধরা থাকবে হাত।
স্থবির শরীর মুড়ে দিস কমরেড, ওই পাতাকায়…
মৃত্যুর মিছিলে লেখা হোক আমারও নাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন