নিভে গেছে আমাদের আলো...
সাথী মশাল জ্বালো
রাত্রি বোধ হয় হবে আরো কালো আরো ক্রুর
আঁধারের হিংস্র প্রেতেরা দেখো বেঁধেছে জটলা
বাতাসে তাই মৃত সাথীর রক্তের গন্ধ আর মাটিতে ক্লেদ
ওই ওরা ভাঙ্গে বেড়া...ওই বুঝি আমাদের ঘরে আসে ঢুকে
সাথী আগুন ধরো ওদের মুখে !
সাথী আরো মশাল জ্বালো...
শত মশালের আলোয় আবার জাগুক আমাদের জ্যোতি
সাথী মশাল জ্বালো
রাত্রি বোধ হয় হবে আরো কালো আরো ক্রুর
আঁধারের হিংস্র প্রেতেরা দেখো বেঁধেছে জটলা
বাতাসে তাই মৃত সাথীর রক্তের গন্ধ আর মাটিতে ক্লেদ
ওই ওরা ভাঙ্গে বেড়া...ওই বুঝি আমাদের ঘরে আসে ঢুকে
সাথী আগুন ধরো ওদের মুখে !
সাথী আরো মশাল জ্বালো...
শত মশালের আলোয় আবার জাগুক আমাদের জ্যোতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন