কোর্টে দেওয়া হলফনামা…
ফালতু হাসির গল্প থামা
জ্বরের কারণ পুজোয় নাকি
বাইরে ঘুরতে গিসল মামা।
'যাচ্ছিস যা লালপাহাড়ি,
সঙ্গে কিন্তু নিস্ মশারি',
পিসির হুকুম।( সেই যে পিসি,
ভাইপোরা যার বদের ধাড়ি)।
সেই মশারিই গেছিস ভুলে?
ভিন রাজ্যের মশক ছুঁলে,
ঘটার যে'টা ঘটল সে'টাই,
ডেঙ্গি ছিল তাদের হুলে।
কামড়াল তো, তার পরে কী?
অবাক হয়ে সবাই দেখি
সবার গাত্রে জ্বরের তাড়স।
চেঁচায় পিসি রিপোর্ট মেকি।
এই সে'দিনও ঢাক পিটিয়ে
দিচ্ছিল এই বিকট ইয়ে
হঠাৎ কেন ডেঙ্গি কথা
করছে স্বীকার কোর্টে গিয়ে?
জিভের গোড়ায় বেজায় মিথ্যে।
ক্লাব অনুদান পাগলু নৃত্যে
ভোটের হিসেব। আজকে বুঝি
ভয় জেগেছে ও'টার চিত্তে?
অন্য রাজ্যে ভ্রমণ পাড়ি ,
দেয় যারা সব দেগঙ্গারই?
বাদুড়িয়ার বসিরহাটের?
এ' গুল কি কেউ মানতে পারি?
তার চাইতে বল্ না সোজা
ইচ্ছে করেই চক্ষু বোজা
কার্নিভ্যাল আর মেলায় খেলায়
যায়নিকো রাজধর্ম খোঁজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন