বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ছবি ~ অভিজিৎ মজুমদার

বাঙালির কাঁদুনি গাইবার অভ্যেস আর গেল না। এখন নতুন কান্না, চলচ্চিত্র উৎসবে কেন মুখ্যমন্ত্রীর ছবি? আরে বাবা. এমন মুখ্যমন্ত্রী পেয়েছিস আগে, যিনি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, গল্প লেখেন, গল্প মারেন, গানে সুর দেন, রাস্তায় গান গাইতে গাইতে পথ হাঁটেন? যাকে বলে সংস্কৃতির হদ্দমুদ্দ। সাধে কি আর কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে? এমনকি রানীধানীও বলা যায়। তাহলে?



আন্তর্জাতিক উত্সবে এমন সংস্কৃতিময়ী মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না তো কি বুড়ো হাবড়া মৃণাল সেনের ছবি থাকবে? যত্তসব। দেখছিস, সুশীলরা চুপ আছে তবু তোদের ঘ্যানঘ্যান থামে না। তোরা কি বেশি বুঝিস? আর চাদ্দিকে যে বচ্ছরের পর বচ্ছর ধরে এত রঙ্গতামাশা চলছে তার পরিচালনা কে করছে শুনি? শহীদ দিবসে নাচাগানা হয়, আগে কখনো শুনেছিলিস? তবে? আর বাকি রাজ্য? সে তো যাকে বলে,  ব্লকব্লাস্টার। ভায়োলেন্স চাই? আছে। হাস্যরস চাই? আছে। প্যাথোস চাই? আছে। পরকীয়া চাই? আছে। পেটমোটা ভিলেন চাই? আছে। হাত কচলানো পুলিশ চাই? আছে। তাহলে? তার ওপর আছে স্পেশাল এফেক্ট। কখনো হুড়ুম করে ব্রীজ ভেঙে পড়ছে, কখনো দুম করে হাসপাতালে আগুন লেগে যাচ্ছে। যাকে  বলে নাচে গানে অভিনয়ে জমজমাট। পুরো হুতোমের নক্সা।

এর পরেও বলবি ওনার ছবি কেন? তোদের তাহলে সংস্কৃতির প্রথম পাঠটাই হয় নি। 

যাহ্, কথাঞ্জলি পড় গিয়ে। তাপ্পর আসবি সংস্কৃতি নিয়ে কথা বলতে। এখানে পাঁচতলার মল, পুরোটাই শাড়ি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন