বুধবার, ৭ মার্চ, ২০১৮

লেনিনের ছড়া ~ আশুতোষ


লেনিন এমনি লোক ভাল নন,
কানে দেন বাজে মন্ত্র
সবার জন্য খাদ্য,স্বাস্থ্য 
শিক্ষা সমাজতন্ত্র।। 

লেনিন এমনি লোক ভাল নন
মিছিলে কিংবা স্লোগানে
আমেরিকা ভাল হিটলার ভাল
বাবুদের ফুলবাগানে।।

লেনিন এমনি লোক ভাল নন
মহিলা ঘটিত কেচ্ছা
মিসিসিপি আর ভল্গা রাইনে
জেগে থাকে তাঁর ইচ্ছা।।

লেনিন এমনি লোক ভাল নন
হলুদ রঙের কাগজে
নানা কৌশলে কমুউনিজম
চাপিয়ে দিচ্ছে মগজে।।

লেনিন এমনি লোক ভাল নন
বিপ্লব করে হয় কি?
শৃঙ্খল ছাড়া হারাবে কি আর
কমরেড বল ভয় কি?

লেনিন এমনি লোক ভাল নন
ঘুমিয়ে আছেন কবরে
তাঁকে তুলে আন, কাঁটাছেড়া কর
রসালো লোলুপ খবরে।।

লেনিন এমনি লোক ভাল নন
তবু লোকে করে ভক্তি
লাল পতাকায় আজও লেখা থাকে
লেনিন মানেই মুক্তি।।

লেনিন এমনি লোক ভাল নন
হারামির হাতবাক্স
সাম্যবাদের স্বপ্ন দেখাতে
লেনিন একাই একশ।।

লেনিন এমনি লোক ভাল নন
ভেঙ্গে ফেল তার মূর্তি
তারপরে দেশ শস্যশ্যামল
হৈহুল্লোড় ফুর্তি।।

লেলিন মানেই স্বেচ্ছাচারীতা
জীবন্ত শয়তান  তো
লাল পতাকার লালিপপ হাতে
জনগন বিভ্রান্ত।।

লেনিন এমনি লোক ভাল নন
প্রচারিত জনস্বার্থে
লেনিন এখনো হৃদয়ে স্বপ্নে
শ্রমিক কৃষক ছাত্রে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন