শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

শিক্ষক দিবস ~ আশুতোষ ভট্টাচার্য্য

বলতো দেখি সরস্বতী বানান

ব্যাসবাক্য সমাস বীণাপানি
পানিপথের যুদ্ধ কত সালে
পলাশী,ইস্ট ইন্ডিয়া কোম্পানি?

হ্ব্র্স ই না দীর্ঘ ঈ কার হবে?
কোন স হবে আন্দাজে ঢিল ছুড়ি
সন্ধি সমাস কারক বিভক্তি তে
আমার মাথায় শুধুই লাটাই ঘুড়ি….

মলিন পোশাক পায়জামা পাঞ্জাবি
সিঁড়িভাঙ্গা বোঝান হাজার বার
ভালোবাসা আদর বেত্রাঘাতে


বাবা তখন আমার ক্লাসের স্যার।।

জানিস কেমন শতকরা সুদকষা--
উঠছে বাঁদর তেলমাখা এক বাঁশ,
সরলরেখা ত্রিভুজ, চতুর্ভুজ
অংক তখন আমার কাছে ত্রাস!!

পাস্ট পর্ফেক্ট কংটিন্যুয়াস জানো?
কম্পোজিশন,গ্রামার ন্যারেশন
ট্র্যান্সলেশনের কিছুই জানিনাতো
খাচ্ছি খাবি ভয়েই সারাক্ষণ………….

অনেক বছর আগের সেসব কথা
স্কুলের গেটে দাড়িয়ে আছেন স্যার
প্রথম দেখা স্যারের চোখে জল
'দেখা করিস আসিস আরেকবার'।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন