শুনতে পেলাম বাজার গিয়ে
পেঁয়াজ না কি বড্ড ইয়ে,
ওমলেট-টার আশা ছেড়ে,
থলি হাতে লেজটা নেড়ে -
গুটিগুটি আলুর দিকে,
"দাম কতো?" শুধোই হেঁকে
জবাব আসে, "কিলোয় ষাট।"
ঘোরে বনবন বাজার হাট।
ভাবি একবার - "খাবো শাক।"
মাছের গন্ধ মাতায় নাক।
থাক না কেন, পকেট ঢিলে,
ভাবলে মাথা নেবেই চিলে।
নড়েই গেল বুদ্ধির গোড়া,
রাতে ভাতে কচুপোড়া।
পেঁয়াজ না কি বড্ড ইয়ে,
ওমলেট-টার আশা ছেড়ে,
থলি হাতে লেজটা নেড়ে -
গুটিগুটি আলুর দিকে,
"দাম কতো?" শুধোই হেঁকে
জবাব আসে, "কিলোয় ষাট।"
ঘোরে বনবন বাজার হাট।
ভাবি একবার - "খাবো শাক।"
মাছের গন্ধ মাতায় নাক।
থাক না কেন, পকেট ঢিলে,
ভাবলে মাথা নেবেই চিলে।
নড়েই গেল বুদ্ধির গোড়া,
রাতে ভাতে কচুপোড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন