ক্রিকেট খেলা আলোর মেলা বলিউডের হিরো,
রোম পুড়ছে, বোম পড়ছে, ব্যায়লা বাজায় নিরো।
যাচ্ছে মরে পরের ছেলে, নিচ্ছি দেখে খবর।
মুখটি বুঁজে শান্তি খুঁজে খুঁড়ছি নিজের কবর।
শিরদাঁড়াতে শিরশিরানি, ধুকপুকুনি বুকে
ঠান্ডা ঘরে রুদ্ধ স্বরে তবুও আছি সুখে।
রোম পুড়ছে, বোম পড়ছে, ব্যায়লা বাজায় নিরো।
যাচ্ছে মরে পরের ছেলে, নিচ্ছি দেখে খবর।
মুখটি বুঁজে শান্তি খুঁজে খুঁড়ছি নিজের কবর।
শিরদাঁড়াতে শিরশিরানি, ধুকপুকুনি বুকে
ঠান্ডা ঘরে রুদ্ধ স্বরে তবুও আছি সুখে।
নিখুঁতভাবে বাস্তবতা উঠে এসেছে কবিতায় । কবির জন্য শুভকামনা ।
উত্তরমুছুন