অক্ষর না আগ্নেয়াস্ত্র? ল্যান্ডমাইন না ভালবাসায়
শেষ অবধি থাকব আমরা? ভাবতে ভাবতে দিন কেটে যায়।
আগুন খেলে ঝলসে যাব। এগিয়ে গেলে? কেউ জানে না ...
হয়তো বা জল ... হয়তো পাথর ... পথের শেষে শান্তিসেনা।
এগিয়ে গেলে আর কি পরে ফেরবার পথ কোথাও আছে?
কিম্বা সকল পথ পুড়ে যায় বাঁচতে থাকার তুমুল আঁচে!
সবার ঘরেই চার দেয়ালের মধ্যে মজুত ঘুমের বড়ি
দোয়া দরুদ জ্বিন কাফিলের অলীক জীবন বেহেস্ত পরী
নাস্তিক নয় আস্তিকও নয় বন্ধু এবং বান্ধবেরা
সবাই তবু ঘর ছেড়ে এই শাহবাগেই বাঁধছে ডেরা
এক জীবনে মরতে মরতে বাঁচার হিসেব নিচ্ছে বুঝে
চক্ষে আগুন কন্ঠে শ্লোগান মুঠোয় নিশান লাল সবুজে
বোমায় তাদের ত্বক পুড়ে যায়, অস্ত্র ছেঁড়ে গলার নলি
অমর পথিক রাজীব শোনো তোমার গল্প তোমায় বলি ...
শেষ অবধি থাকব আমরা? ভাবতে ভাবতে দিন কেটে যায়।
আগুন খেলে ঝলসে যাব। এগিয়ে গেলে? কেউ জানে না ...
হয়তো বা জল ... হয়তো পাথর ... পথের শেষে শান্তিসেনা।
এগিয়ে গেলে আর কি পরে ফেরবার পথ কোথাও আছে?
কিম্বা সকল পথ পুড়ে যায় বাঁচতে থাকার তুমুল আঁচে!
সবার ঘরেই চার দেয়ালের মধ্যে মজুত ঘুমের বড়ি
দোয়া দরুদ জ্বিন কাফিলের অলীক জীবন বেহেস্ত পরী
নাস্তিক নয় আস্তিকও নয় বন্ধু এবং বান্ধবেরা
সবাই তবু ঘর ছেড়ে এই শাহবাগেই বাঁধছে ডেরা
এক জীবনে মরতে মরতে বাঁচার হিসেব নিচ্ছে বুঝে
চক্ষে আগুন কন্ঠে শ্লোগান মুঠোয় নিশান লাল সবুজে
বোমায় তাদের ত্বক পুড়ে যায়, অস্ত্র ছেঁড়ে গলার নলি
অমর পথিক রাজীব শোনো তোমার গল্প তোমায় বলি ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন