দাওয়ায় বসেছি এসে। বরাবরই আমি ঘরকুনো।
ভাত দেবে বলেছিলে, শাক সেদ্ধ ... ছিটেফোঁটা নুনও
সেই শুনে কাঁপা হাতে ধরে আছি টুটাফাটা বাটি
যদি নেমে আসে স্বপ্ন, সাদা রঙ ... ধোঁয়া ওঠা ... খাঁটি ...
বলেছিলে শীত এলে কাঁথা দেবে, বর্ষা এলে মাথা ঢাকা ছাদ
সে আশায় কেটেছে বিষাদ
বলেছিলে কাজ দেবে। ঘরে ঘরে জ্বলে যাবে আলো।
সূর্য গিয়েছে পাটে। গল্পের বেলাটি ফুরালো।
বিশ্বাসে মেলেনি কৃষ্ণ, নিভছে না পোড়া পেটজ্বালা।
নীরো রাষ্ট্র, কত কাল বাজাবে হে পুরোনো বেহালা?
ASHADHARON....
উত্তরমুছুন