মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

ডেসপাইট বিয়িং এ উওম্যান ~ অরুণাচল দত্তচৌধুরী

মানে পাতি মেয়েছেলে হয়েও 
যে'ভাবে তুমি সন্ত্রাস রুখেছ… 

ইতিহাসে শূন্য পাওয়া
ভোটে জেতা লোকটা জানতই না
মেয়ে হওয়া সত্ত্বেও, আজ্ঞে হ্যাঁ, মেয়ে হওয়া সত্ত্বেও,
ক্যুরি বাড়ির মেয়েটা, দু' দু'বার নোবেল মঞ্চ আলো করেছিল।
কোনও শিশ্নউদ্ধত পুরুষ যে' সাফল্য ভাবেনি কখনও
একবার ফিজিক্সে অন্যবার কেমিস্ট্রিতে
কী সাহস ভাব একবার
মহামহিম ঐশ্বরিক প্রভু অবশ্য সে ঔদ্ধত্য মেনে নেয় নি
সওগাত পাঠিয়েছিল মৃত্যুমাখা রক্তরোগ

সেই হাইপেশিয়া লীলাবতী থেকে এই সেদিনের মালালা
সবাইকে প্রশংসার
আর দুঃসাহসের শাস্তি দেওয়ার দায়িত্ব
ঈশ্বরের বকলমে আমরা নিয়েছি

সতীদের পুড়িয়েছি… জহরব্রতে বাধ্য করেছি
বহ্নি মহোৎসবে ঠেলেছি ডাইনিদের
জোয়ান অফ আর্ক সেরে অযোধ্যা পাহাড়ে
তিনশ' পঁয়ষট্টি দিনের থেকে একখানা নারীদিবস ভিক্ষে দিয়ে
তিনশ' চৌষট্টি দিনের ওপর ছড়িয়ে দিয়েছি পুরুষালী থাবা

অনর্থক তর্কাতর্কি না বাড়িয়ে বলি
একজন মেয়ে হওয়া সত্ত্বেও
একজন মা আমাকে গর্ভে ধরেছিল

আমার মত মহান পুরুষেরা
যুগে যুগে নরকের দরজা ঠেলে বেরিয়ে এসেছি

ডেসপাইট বিয়িং এ উওম্যান
তারা সেই মহান কাজটা করতে পেরেছে
স্রেফ আমরা দয়া করেছি বলেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন