কালচে মেঘ
লালচে মুখ
দিচ্ছে শান
মুষ্ঠিবদ্ধ, যুথবদ্ধ
রুদ্ররূপ - রুদ্ররূপ
কাটছে ভয়
এই সময়
থমকে যান
কাঁপছে আজ, কাঁদছে আজ
রাস্তাঘাট - রাস্তাঘাট
বাঁধছে জোট
উঠছে হাত
গাইছে গান
উচ্চস্বর, হাজার কণ্ঠ
দাও স্লোগান - দাও স্লোগান
অচেনা মুখ
চেনা আবেশ
চাইছে আজ
বিচার চাই, এখুনি চাই
প্রতিবাদ - প্রতিবাদ
হাজার হাত
হাজার পা
লক্ষ মন
চেতনায় লাগছে কি
আজ আগুন - আজ আগুন?
বাঁধো জোট
ব্যারিকেড
কন্ঠ পাক
আজকে প্রাণ
দিক স্লোগান দিক স্লোগান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন