এ পুলিশ কেমন পুলিশ, পেছন দিকের দরজা ধরো
এ কেমন চাকরি তোমার, মিথ্যে কথার আবাদ করো
এ পুলিশ কেমন পুলিশ, খিড়কি দিয়ে পালিয়ে বাঁচা
প্রমাণ লোপাট করেই খালাস, কাজটি তোমার বড্ডো কাঁচা
চাকরির আগে জীবন, পরেও জীবন, বাড়িতে বাচ্চার মুখ
শুধু কি তেল মেরে আর ঘুষ খাওয়াতেই সবটুকু সুখ
আপিসের বাইরে জীবন, রাস্তা পাড়ায়, ভুলেই গেছো
চাচারা করছে সেটিং, তুমিও এখন পালিয়ে বাঁচো
রাত জেগে চাইছে বিচার, কত মানুষ হচ্ছে জড়ো
(তোমারই) ঘরের মানুষ চাইছে বিচার, মেয়েটাও হচ্ছে বড়
মাইনেয় সুখ হয় না, উপরি চাইছ, জুটছে যে ঘুষ
গাড়ি বাড়ি বিদেশভ্রমণ, বিলাসের হাজার ফানুশ
দাবি চেয়ে জাগছে সবাই, পালানোর জায়গা খোঁজো
মেয়েও তোমায় ঘেন্না করে, অবস্থাটা নিজেও বোঝো
এ পুলিশ কেমন পুলিশ, মান বাঁচাতে মুখ লুকোনো
ফেসবুকের ওই ঢপ ছেড়ে আজ মানুষের স্লোগান শোনো
মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে তোমাদেরও ছেলেমেয়ে
দাঁড়িয়ে আছে তোমার কাছে মরা বোনের বিচার চেয়ে
এখনও কষছ হিসেব, চাকরির আর প্রমোশনের
হিসেব তোমার মিটবে ঠিকই, চোখের জলে, রাত ও দিনের
ডাঃ বিষান বসু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন