দাদা গো দাদা ! দেখ্ছি ভেবে অনেক দূর—
এই দুনিয়ার সকল ভাল,
আসল ভাল নকল ভাল,
রামও ভালো, কেষ্ট ভালো,
তুমিও ভাল, আমিও ভাল,
বাজপেয়ীজির কবতে ভাল,
আদবানীজির রথও ভাল,
তোমার দুধের চাও ভালো,
মুড়ির সাথে চপও ভালো,
কাশ ফুলের বালিশ ভাল,
গরুও ভালো, রথও ভাল,
তোমার আমার পোলাও ভাল,
অন্য সবার পটল ভাল,
সোজাও ভাল বাঁকাও ভাল,
নিলও ভাল সাদাও ভাল,
গেরুয়া রং তো বেজায় ভাল,
কিন্তু সবার চাইতে ভাল—
তোমার আমার দিল্লি মিটিং।
সঙ্গে থাকে ফুল ও ইটিং।
- শাহজী, অপেক্ষা করুন। আপনারও দিন আসবে।
19/09/2022
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন