মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

দিদির Ten son ~ অনির্বান মাইতি

দিদির আমার দশটি ছেলে
করছিল দেশ জয়
একটি গেল হসপিটালে (মদন)
রইল বাকি নয়।

এখন দিদির নয়টি ছেলে
পেরোয় না চৌকাঠ
একটি খেলো CBI এ (রজত)
রইল বাকি আট।

আটটি ছেলে ভীষন রকম
করছিল উৎপাত
একটি হল বহিষ্কৃত (আরাবুল)
রইল বাকি সাত

সাত জনাতে হাপুসনয়ন
বুকের ভিতর ভয় 
একটি খেলো ঘুমের বড়ি (কুনাল)
রইল বাকি ছয়।

শেষ ছয়টির একটি ছেলে
আগাম না পেয়ে আঁচ
হঠাৎ করে অ্যারেস্ট হল (টুম্পাই)
রইল বাকি পাঁচ।

আজকে দিদির পাঁচটি ছেলের 
একটি পগার পার
নবান্নে আর বসবে না কাক (শুভাপ্রসন্ন)
রইল বাকি চার।

দিদি আমার কাঁদল আবার 
খোদার দয়া নাই 
হাসপাতালের বাছা আমার (মদন রিভিজিটেড) 
ধরল সিবিআই।

শেষকালে এই চারটে ছেলের 
ভয়েই কাটে দিন
একটি পেল ইডির নোটিস (শঙ্কুদেব)
রইল বাকি তিন 

বাদবাকি ওই তিন ছেলেরও 
কপাল হল ফুটো 
একটি গেলো পাল্টি খেয়ে (মুকুল)
আর তো বাকি দুটো :(  

আর বাকি দুই, খোদায় মালুম
বিশ্ব বোকাহাঁদা
গোলাপ কাঁটায় পাল ও গেল (তাপস)
রইল পালের গোদা।

শেষ ছেলেটি আগলে রেখে (রাজীব)
যেমন নয়নমনি
মেট্রো চ্যানেল অবস্থানে
গুমড়ে কাঁদেন উনি

.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন