নেতাজী, বাড়ি আছো?
"জয় হনুমান" ফেলছে না আর সাড়া,
হঠাৎ দ্বারে তেনার কড়া নাড়া –
নেতাজী, বাড়ি আছো?
হুশপুশিয়ে বাড়ছে তেলের দাম,
গৌসেনাদের চিৎকারে হাড় হিম,
শুকিয়ে যাচ্ছে শ্রমিক, চাষীর ঘাম,
মাথায় ধরে ঝিম –
নেতাজী, বাড়ি আছো?
দিন চলে যায়, বেড়েই চলে ক্লেশ,
লোন বাগিয়ে সবাই যে দেশ ছাড়া,
জমাট দেহে আবছা ঘুমের রেশ,
সহসা কড়ানাড়া -
নেতাজী, বাড়ি আছো?
( ২২-১০-২০১৮)
.
[With due apologies to Shakti Babu]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন