বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

এক পশলা বিপ্লব জেগে উঠছে আবার - গোধুলি মিত্র


এক পশলা বিপ্লব জেগে উঠছে আবার
ভেঙ্গে যাওয়া শপথ,
মুচড়ে দেওয়া শিরদাঁড়া জুড়ে জুড়ে
আগুন জ্বালাচ্ছে দধীচি




ক্ষমতায় থাকা, টুঁটি চেপে ধরা
বেআইনি অভ্যেসে জমছে বিরোধ
ধান-কাটা মেহনত,
শিরায় শিরায় বুনছে সাহস


এক পশলা বিপ্লব স্পষ্ট হচ্ছে আবার
পাহাড় থেকে মাটিতে
তারাদের দল আলো ঝলমল,
ভরসা খুঁজছে আগামী


সন্ত্রাসময় প্রাত্যহিকে
ধূসর মৃত্যু-রোজে ফিকে হওয়া প্রত্যয়
বরফ-কঠিন আজ
বর্তমান বাঁধছে অন্য রঙের জোট


এক পশলা বিপ্লব বেঁচে ফিরছে আবার
ক্ষতবিক্ষত স্বপ্নেরা
জানান দিচ্ছে
“বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিও বন্ধু
শেল আর বোম যত ভারালো
কাস্তেটা শান দিও বন্ধু”
স্বেচ্ছাচারী পরোয়ানা ছিঁড়ে
হৃদয় জুড়ে স্বাধীন হচ্ছে পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন