বুধবার, ৫ জুন, ২০১৩

ভোট ~ অমিতাভ প্রামাণিক

হাওড়ার এক উপনির্বাচনের ফল বেরোল। শুরু হয়ে গেল তরজা।

একপক্ষ – আগে জোট করে তোদের হারিয়েছি, এখন একাই হারালাম। ফোট!
অপরপক্ষ – আগে ব্যবধান ছিল দেড় লাখ, এখন মাত্র ক'হাজার। দাঁড়া, নেক্স্‌ট্‌ ভোট আসুক!

অর্থাৎ চরিত্র কিছুই বদলায়নি।

আমি জিতেছি, মানে মাথা কিনে নিয়েছি। যারা ভোট দিয়েছিস আমাদের, তারা তো আমাদেরই। যারা দিসনি, এবার দাঁড়া তোদের কেমন টাইট দি! জিতেছি, মানে যা খুশি করব। মানুষ আমাদের জিতিয়েছে, মানে বাংলাদেশের বর্ডারে পাকিস্তান। মাই জার্মান ফ্রেণ্ড, টাটাদের তাড়িয়েছি, পকেট গড়ের মাঠ, আপনারা ইনভেস্ট করছেন তো? জাপানী বন্ধু, কথা বলছেন না যে, হাঁপানি হল নাকি? বাংলা জানেন না তো বাংলায় কী করতে এসেছেন?

আমি হেরেছি, তাতে কী! গ্যাপ কমে গেছে। আর একটু এদিক সেদিক করতে পারলেই নেক্স্‌ট্‌ টাইমে, বলা যায় না ... আবার গদিতে। সেই পুরনো মসনদ, সেই লাল খাতার আস্ফালন, সেই ক্ষমতার চর্বিত-চর্বণ।

জনতা, কে জিতছে? তুমি তো হেরেই চলেছ হে! আর কদ্দিন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন