আঁতেল তুমি আঁতেল তুমি,
এখন কেন আঁকড়ে আছ চারণভূমি?
অনেক আগে ই এই মাটিতে বীজ পুঁতেছ,
এখন সেসব শক্ত লতায় ফাঁস লাগিয়ে-
সহ্য কর গোয়ার্তুমি.
মানুষ তুমি মানুষ তুমি,
এখন তোমার পায়ের নিচে কোথায় জমি?
লাল কাঁচের ওই সার্সি ভেঙ্গে সবুজ হলো,
যেদিক দিয়েই দেখতে গেলাম,
দাঁড়িয়ে আছ নগ্ন তুমি.
সঠিক তুমি, বেঠিক তুমি,
এখন তোমার সিংহাসনে ধর্ষকামী,
চোখ বুজে আজ তাকিয়ে থাকো,
অনেক অবহেলার পরে -
বাংলা তোমার গুলির জোরে অস্তগামী.
এখন পাথর মূর্তি তুমি,
পাথর তোমার পিছিয়ে থাকা মাতৃভূমি,
এখন তোমার বৃহন্নলা গুন্ডা যারা-
তাদের পথে হাঁটতে শেখো,
নিম্নমেধাই বাংলা জুড়ে দেখব আমি.
এখন মুখে চাবুক বাঁধা-
পচবে তুমি.
এখন কেন আঁকড়ে আছ চারণভূমি?
অনেক আগে ই এই মাটিতে বীজ পুঁতেছ,
এখন সেসব শক্ত লতায় ফাঁস লাগিয়ে-
সহ্য কর গোয়ার্তুমি.
মানুষ তুমি মানুষ তুমি,
এখন তোমার পায়ের নিচে কোথায় জমি?
লাল কাঁচের ওই সার্সি ভেঙ্গে সবুজ হলো,
যেদিক দিয়েই দেখতে গেলাম,
দাঁড়িয়ে আছ নগ্ন তুমি.
সঠিক তুমি, বেঠিক তুমি,
এখন তোমার সিংহাসনে ধর্ষকামী,
চোখ বুজে আজ তাকিয়ে থাকো,
অনেক অবহেলার পরে -
বাংলা তোমার গুলির জোরে অস্তগামী.
এখন পাথর মূর্তি তুমি,
পাথর তোমার পিছিয়ে থাকা মাতৃভূমি,
এখন তোমার বৃহন্নলা গুন্ডা যারা-
তাদের পথে হাঁটতে শেখো,
নিম্নমেধাই বাংলা জুড়ে দেখব আমি.
এখন মুখে চাবুক বাঁধা-
পচবে তুমি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন