স্বপ্ন এল ভোরবেলা,
সেই স্বপ্ন সত্যি হয় জেনে
আমি সকালের বাঁকে দাঁড়িয়ে রয়েছি।
সূর্য দিগন্তের কাছে, উলটো দিকে উড়ে গেছে ছায়া
ইতিহাস মাখা এই দুরূহ ভুগোল
কিছুটা আলোয় তার বাকিটুকু আধোঅন্ধকারে,
সেই স্বপ্ন সত্যি হয় জেনে
আমি সকালের বাঁকে দাঁড়িয়ে রয়েছি।
সূর্য দিগন্তের কাছে, উলটো দিকে উড়ে গেছে ছায়া
ইতিহাস মাখা এই দুরূহ ভুগোল
কিছুটা আলোয় তার বাকিটুকু আধোঅন্ধকারে,
আমার স্বপ্ন এসে এই যজ্ঞবেদীতে দাঁড়াবে
নবজাত তাকে আমি সযত্নে শোয়াই
মৃত পূর্বসূরীদের পাশে
যে সব স্বপ্নগুলো সত্যি ছিল গতকাল ...
আরও কতকাল
অভিজ্ঞ করোটিগুলি, নতুনকে ডেকে বলে, শোন
এ'মরণ তুইও পাবি। আমাদের কপাললিখন
বর্ণে বর্ণে সত্যি হবে।
এ'টুকুই ইতিহাস, বাকিটুকু অলৌকিক দিন
দেখে নিস, সুসময়ে ঠিক
আলোবৃত্তে নেচে উঠবে সোনার হরিণ!
নবজাত তাকে আমি সযত্নে শোয়াই
মৃত পূর্বসূরীদের পাশে
যে সব স্বপ্নগুলো সত্যি ছিল গতকাল ...
আরও কতকাল
অভিজ্ঞ করোটিগুলি, নতুনকে ডেকে বলে, শোন
এ'মরণ তুইও পাবি। আমাদের কপাললিখন
বর্ণে বর্ণে সত্যি হবে।
এ'টুকুই ইতিহাস, বাকিটুকু অলৌকিক দিন
দেখে নিস, সুসময়ে ঠিক
আলোবৃত্তে নেচে উঠবে সোনার হরিণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন