এই যে আমাদের আপাদ মস্তক,
ঢাকছে ঘন সাদা কুয়াশা মস্ত।
চলছি বিনোদনে জ্বলছি তর্কে ...
বলছি প্রেমকথা শূন্য ঘরকে।
খেলা তো শেষ তবু শেষের কয় দান,
স্বাস্থ্যশিকারীরা খেলছিi ময়দান!
মঞ্চে বাসুকীরা চাটছে চেরা জিভ।
মেঘের আঁচলেও তুমুল নেগেটিভ!
এই যে আমাদের আপাদ মস্তক
ভেজায় সান্ত্বনা, মিথ্যে যত স্তোক।
সহানুভুতি ভরা কথার আড়ালে ...
ঝরছে অবহেলা, সামনে দাঁড়ালে!
এই যে আমাদের, সামনে পেছনে ...
চলছে ফিসফাস, সে কথা কে শোনে?
তবুও কেউ যদি বলে তোমার কথা,
মুছেছে ... মুছে যায় ... ধূসর মলিনতা।
তোমার হিমবাহ ... তোমার তালসারি ...
তোমার নীল ঢেউয়ে ... সকাল ... লাল শাড়ি ...
আমার জাফরিতে অচেনা রোদ সব
হঠাত্ এসে বলে ... আজ মহোৎসব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন