শনিবার, ২৬ মার্চ, ২০১১

লং মার্চ

কিসের ভয় সাহসী মন লালফৌজের
লাফিয়ে হই পার।
থাকনা হাজার অযুত বাধা
দীর্ঘ দূরযাত্রার কিসের ভয়?

হাজার পাহাড়, লক্ষ নদী কিছুই নেই ভাবার
শিখর পাঁচ - যেন বুঝি ছোট্ট নদী
ঢেউ বাহার, ঢেউ বাহার,
ওমুম পাহাড় মাটির টিলা কি সবুজ আহা
লাফিয়ে হই পার।

আকাশ ছোঁয়া পাহাড় আগুন
আঘাত হানে সোনালি স্রোত যার
লোহার সাঁকো তাতুর বুকে হিম শীতল
পথেই হই পার

তুষার ঝড়ে নিযুত শিখর।
রোদে ঝলোমল
মিঙ পাহাড় লাফিয়ে পার লাল ফৌজ আহা
হাসির মেজাজ সবার

1 টি মন্তব্য:

  1. "আসুন তুলে ধরি নতুন দিনের বাংলা"
    বদলে যাচ্ছে গ্রামীন ভারত। এই বদলে আপনিও সামিল হোন সহজেই

    উত্তরমুছুন