শনিবার, ২৫ ডিসেম্বর, ২০১০

আমার শহর, আমার বড়দিন ~ অনির্বাণ ঘটক

আমার শহরে আধপেটা জাগে রাই ও কানুর দল,

কুয়াশায় মুড়ে ঝুপ করে নামে লাল-সাদা বড়দিন,

এসপ্লানেডের ফুটপাথ ঢাকে খিদেতে এবং শীতে,

প্রতি ঝুপড়িতে যীশু আসে আর সাথে আসে কোটি ঋণ...

  

আমার শহরে শীতঘুম যায় রাই-কানু-কম্বল,

স্বপ্নেই আসে স্বপ্নে বিদায় স্বপ্নের বড়দিন,

একা পড়ে থাকে ভেজা ট্রাম আর ধোঁয়া ওঠা কাঠকয়লা,

প্রতি রাত মিছে স্বপ্নপূরণ, তাই বাঁচে প্রতিদিন!

 

 

আমার শহরে নাহুম-ফ্লুরিজ, কানু-রাই নেশাভোর,

রঙ্গ পোষাক, রঙমাখা রাত, রঙ্গীলা বড়দিন,

হুকুম তামিল বেয়ারা-র সাজে লাল-সাদা ঈশ্বর,

বিগত জন্ম? অপাপবিদ্ধ; এ জন্ম... রঙ্‌গীন!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন