পেট্রোলে দাম অবাধে বাড়ছে ডিজেলেরও বাড়ে তাই!
দ্রব্যমূল্য তাতে বাড়ে? ছি ছি! ওকথা বলতে নাই!
সিংগুরে ওরা কেড়েছিল জমি, পেঁয়াজ তাইতো ষাট।
ফেরৎ চাইছি চারশ' একর পেঁয়াজ ভর্তি মাঠ।
ওটা পেয়ে গেলে আগামীকল্য পেঁয়াজ দু'টাকা কিলো!
ভাগ্যিস এই মিথ্যে কথায় পোক্ত জিভটা ছিল।
দিল্লিতে দর আশি হল কেন? সোনিয়া আন্টি জানে।
আমি শুধু রেল। সকাল বিকেল ... শিলা পুঁতি সবখানে!
মনোমোহনের খেলা জানি ঢের, পাকা চুল পাকা ভুরু।
ও কী সামলাবে? এ ইউপিএর এইতো শেষের শুরু!
মাঝে মাঝে জপি যৌথ বাহিনী। "এই ছাড়লাম জোট" ...
এই হুমকি যে ক'বার দিয়েছি, ভুলেই গিয়েছি মোট!
অবশ্য তার পরপরই আমি প্রতিবার গিলি ঢোঁক।
"কিল গেম শো"তে আমি যে নেত্রী ... মানতে আজ্ঞা হোক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন