মোহ
আলপনা কাটা ছিল বাবুদের চাতালের মাঝে,
মনোরম ছবি, আহা, ঠিক যেন পিকাসোর আঁকা,
হিজিবিজি কারুকলা, আচমকা মুখ গোঁজা খাঁজে,
সুন্দর আলপনা, তাও দেখি বাবু মাথা নেড়ে
রাগ ভরে বলে যান, হয়নি মোটেও কাজ ভালো,
ছবিতে দেখছি রাম, হনুমান, সীতা, সব ছেড়ে
মানুষের বাঁকা ছবি আঁকা আছে, তাও কিনা কালো?
রূপকার এই শুনে হেসে ওঠে, বলে, বাবু, শোনো,
জানো কি সীতার নাম, জানো কি সীতার কী বা মানে?
হাল চাষ দেখেছো কি? শুনেছো কি ইউ টুর বোনো?
দেখেছো কী ভাবে দালি ছবি আঁকে বুরুশের টানে?
আসলে, সব তো মায়া, সব মরীচিকা, স্থলে জলে,
ক্ষ্যাপা তাও ক্রমাগত পরশ পাথর খুঁজে চলে।
রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়
(২২/০১/২০২৪)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন