বড় হব কবে
(পান্তুম)
সকলেই বসে ভাবে বড় হব কবে।
পিপীলিকা ডানা মেলে পাখি হতে চায়।।
বনসাই পাতা খোলে দেড় ফুট টবে।
কোলা ব্যাঙ কল ঘরে সা রে গা মা গায়।।
পিপীলিকা ডানা মেলে পাখি হ'তে চায়।
পাঁচ গজ উড়ে ভাবে, পৃথিবী কী বড়।।
কোলা ব্যাঙ কল ঘরে সা রে গা মা গায়।
কচি খোকা সেই শুনে ভয়ে জড়সড়।।
পাঁচ গজ উড়ে ভাবে, পৃথিবী কী বড়।
অথচ ওপরে তারো আকাশ অশেষ।।
কচি খোকা সেই শুনে ভয়ে জড়সড়।
কোলে মুখ গুঁজে খোঁজে চেনা পরিবেশ।।
অথচ ওপরে তারো আকাশ অশেষ।
নভচর উড়ে চলে ছোট পরিসরে।।
কোলে মুখ গুঁজে খোঁজে চেনা পরিবেশ।
নদী পারে আড় বাঁশি মেঠো সুর ধরে।।
নভচর উড়ে চলে ছোট পরিসরে।
কখনো বা বসে যায় ছাতিমের ডালে।।
নদী পারে আড় বাঁশি মেঠো সুর ধরে।
নিমেষেই মিশে যায় কোন মহাকালে।।
কখনো বা বসে যায় ছাতিমের ডালে।
ওড়ে ফের অজানা সে খেয়ালের টানে।।
নিমেষেই মিশে যায় কোন মহাকালে।
মৌমাছি গান গায় গোলাপের কানে।।
ওড়ে ফের অজানা সে খেয়ালের টানে।
ভোলা মন খোঁজে ফেরে পরশপাথর।।
মৌমাছি গান গায় গোলাপের কানে।
পাষাণের মন তবু কাঁপে থরোথর।।
ভোলা মন খোঁজে ফেরে পরশপাথর।
বনসাই পাতা খোলে দেড় ফুট টবে।।
পাষাণের মন তবু কাঁপে থরোথর।
সকলেই বসে ভাবে বড় হব কবে।।
.
~ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়
(কলকাতা, জ্যানুয়ারি ২০১২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন