গুন্ডা কন্ট্রোল X শবসাধনা + মোমবাতি ( হাড়হিম আলো কাঁপা কাঁপা)
= রাজত্ব + গুন্ডা পুনর্বাসন (সিভিক, যা আদতেই ফাঁপা)
= মৃত্যু - মোমবাতি + সতর্ক ধামাচাপা
এই যে সরল অঙ্ক,
এ' সমীকরণে আর কেউ নই ভীত
দু'পাশেই মোমবাতি। তুমি হে বিদ্দ্বজ্জন,
একপ্লাসে প্লাস চিহ্নে … অন্যপাশে মাইনাসে শোভিত
আর যে শুয়েছে মাঝে লাশকাটা ঘরে
গায়ে প্রহারের দাগ, বালকের খুলিতে গুলির
চলছে উৎসব ঋতু রসগোল্লা পিঠে ও পুলির
টুনি বালবে ঝলমলে, ভিক্ষের ছদ্মবেশে নানাবিধ 'শ্রী'তে
তুমি তো কবেই গেছ জ্যাকপট জিতে
তোমার অমনোযোগে,
দেখে তবু না দেখার এ' অবহেলায়
দুঃখী মোমবাতি শিল্পে মন্দা নেমে যায়
বিদ্দ্বজ্জন, তাই করব তুমি যা যা চাও
রসে বশে আছো বুঝি
তবু এসো। রুগ্ন এই শিল্পকে বাঁচাও…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন