শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

লাল পতাকা ~ আর্কাদি গাইদার

রাক্কা (Raqqa), সিরিয়া।

একদা আইসিসের রাজধানী।

কমিউনিষ্টদের ভলান্টিয়ার বাহিনীর দ্বারা আইসিসের হাত থেকে স্বাধীনতা পেয়েছে।

এই বাহিনীর নাম International Freedom Battalion (IFB). ইউরোপ এবং বাকি দুনিয়ার থেকে ভলান্টিয়ার হিসেবে আসা বিভিন্ন কমিউনিষ্ট ও বামপন্থী পার্টির সদস্যদের নিয়ে তৈরি। গত শতাব্দীর স্পেনের গৃহযুদ্ধের সময় যেমন গোটা পৃথিবী থেকে কমিউনিষ্ট পার্টির ভলান্টিয়ারদের নিয়ে তৈরি হয়েছিলো International Brigades. 

আন্তর্জাতিকতাবাদের সেই ঐতিহ্যের ধারা বয়ে চলেছে সিরিয়াতে। আইসিসের বিরুদ্ধে লড়াইতে। 

কুর্দিশ মিলিশিয়ার পাশে দাঁড়িয়ে কাধে কাধ মিলিয়ে লড়েছে জার্মানি, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, রাশিয়ার IFBর কমরেডরা। 

হ্যা,  আমাদের শত্রুরা যখন আমাদের বদনাম দেয় তখন তারা সত্যি বলে। আমরা আন্তর্জাতিকতাবাদী। সংকীর্ণ কৃত্রিম জাতীয়তাবাদের বাইরে বেরিয়ে লড়াই করি বলে আমরা গর্বিত।

তাই  যখন কেউ কেউ দম্ভের সাথে বলে - 'ভারতের ১৯টি রাজ্যে আমরা ক্ষমতায়', তখন আমরা মুচকি হাসি।

হাসি, কারন পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, কোথাও না কোথাও, হয়তো ফ্যাক্টরির গেটের সামনে ঝলমল করে, বা ভেঙে পড়া কুড়ে ঘরের টালির ছাদের ওপর শীর্ণ ন্যাকড়ার মতন, একটুকরো কাপড় উড়ছে। হিটলারের বার্লিনের রাইখস্ট্যাগের ওপরে, বা আইসিসের রাক্কার ওপরে এই একটুকরো কাপড় উড়ছে।  এই পৃথিবীর প্রত্যেকটা কোনে আমার পার্টির পতাকা উড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন