মাঝদুপুরে হুটার দেগে জাগিয়ে দি্লাম পাড়া
মন্ত্রী পিছে সান্ত্রী আগে, সাইডে সরে দাঁড়া।
সাইডেই তো দাঁড়িয়ে বাবা ... অধিক সরে গেলে
নর্দমাতে পড়ব, তোদের বেমক্কা আক্কেলে।
পতন মানে ভাগ্য সে'টা পারিস যদি চিনতে
ঘাসফুলেরা জ্বলছে কেমন ত্রিশূল ফলার বৃন্তে।
ঘাসফুলেরা জ্বলছে জ্বলুক, কিন্তু মাঝে মধ্যে
অনাহারের অন্ধকারে তপ্ত ভাতের রোদ দে!
এইটি তোদের বদ অভ্যেস এই যে খিদে বেজায়।
খাবার খুঁজিস! খেয়াল করিস মাঝদুপুরে কে যায়?
তুই যাচ্ছিস পাচ্ছি মালুম, জয়ধ্বনির চোটে
ভাবছি বসে তোকেই কেন জিতিয়েছিলাম ভোটে
হাটের মাঝে পাগলু নাচন। দু'লাখ টাকা ক্লাবকে।
কিচ্ছুটি কি দিই নি তোদের? বুঝিয়ে দেব চাবকে।
তা ঠিক তা ঠিক, কিন্তু সাথে প্রাপ্য অতিরিক্ত
চাকরি দিবি শিল্প দিবি এই কথাটাও ঠিক তো?
তাও দিয়েছি। খুন জখমের শিল্প প্ররোচনা
নীল সাদাতে রক্ত মাখিস নতুন মারাদোনা।
মন্ত্রী পিছে সান্ত্রী আগে, সাইডে সরে দাঁড়া।
সাইডেই তো দাঁড়িয়ে বাবা ... অধিক সরে গেলে
নর্দমাতে পড়ব, তোদের বেমক্কা আক্কেলে।
পতন মানে ভাগ্য সে'টা পারিস যদি চিনতে
ঘাসফুলেরা জ্বলছে কেমন ত্রিশূল ফলার বৃন্তে।
ঘাসফুলেরা জ্বলছে জ্বলুক, কিন্তু মাঝে মধ্যে
অনাহারের অন্ধকারে তপ্ত ভাতের রোদ দে!
এইটি তোদের বদ অভ্যেস এই যে খিদে বেজায়।
খাবার খুঁজিস! খেয়াল করিস মাঝদুপুরে কে যায়?
তুই যাচ্ছিস পাচ্ছি মালুম, জয়ধ্বনির চোটে
ভাবছি বসে তোকেই কেন জিতিয়েছিলাম ভোটে
হাটের মাঝে পাগলু নাচন। দু'লাখ টাকা ক্লাবকে।
কিচ্ছুটি কি দিই নি তোদের? বুঝিয়ে দেব চাবকে।
তা ঠিক তা ঠিক, কিন্তু সাথে প্রাপ্য অতিরিক্ত
চাকরি দিবি শিল্প দিবি এই কথাটাও ঠিক তো?
তাও দিয়েছি। খুন জখমের শিল্প প্ররোচনা
নীল সাদাতে রক্ত মাখিস নতুন মারাদোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন