শুক্রবার, ২২ জুলাই, ২০১১

পরিবর্তন আসিলো ~ সায়ন্তন চট্টোপাধ্যায়

পরিবর্তন আসিলো গুরু-র,
সার্ধ-শত-বর্ষে;
বঙ্গ মজিলো মমতা-মায়ায়,
"অভূত-পূর্ব" হর্ষে।

পরম শ্রদ্ধা - শহীদ-উৎসবে,
সাংস্কৃতিক প্লাবন,
"হ্যাপি বাড্ডে টু কবিগুরু",
কামিং বাইশে শ্রাবন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন