সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

আসন্ন ~ জয়দেব বসু

আমি আর কিছু ভাবি না, যদিও
ভাবনার দিন আসন্ন,
আমি খুব কিছু করিনা, যদিও
করবার দিন আসন্ন।
আমি ঘুরি আজো মন্দ ছন্দে
ছুটবার দিন আসন্ন,
সব মেনে নিয়ে বেঁচে আছি, আজ
'না' বলার দিন আসন্ন।


বরষা-গ্রীষ্ম-শরতে ও শীতে
খোলা রাস্তায়, প্রদোষে, নিভৃতে,
আমাকে ডাকছে আমার বিবেক
প্রত্যুত্তর আসন্ন।
যারা মরে গেলো কেন না জেনেই
যারা বেঁচে আছে ভয়কে না মেনে,
দিনে ও স্বপ্নে তাদের আওয়াজ কী জন্য?
পথ ও পক্ষ বেছে নিতে হবে—
জেগে থাকা আজ আসন্ন ।

১৫/ ০২/ ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন