মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

নারী দিবস ~ দিপংকর


একটা মেয়ের চায়ের দোকান
একটা মেয়ে ঠিকের মাসি
দাঁত কামরে শরীর বেচেও
একটা মেয়ের দেখন-হাসি

বিপিও তে রাত কে ফেলে
ভোর কে নিয়ে বাড়ি ফিরে
রান্না চাপায় একটা মেয়ে
বরের জন্যে যত্ন করে

চায়ের দোকানে ঝাঁপ বন্ধ
ঘড়িতে রাত দশটা দশ
মাতাল বরের খিস্তি লাথি
তবুও আজ নারী দিবস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন