রবিবার, ১৭ জানুয়ারী, ২০১০

কমরেড তুমি ঘুমাও ভরসা রেখে ~ দীপ্তানুজ



তোমার সঙ্গে শ্মশানের পথে যাবনা -
ওই পথে যেতে তুমিই করেছ মানা,
শরীর দিয়েছ মানুষ গড়ার কাজে -
তুমি ছিলে তাই কমরেড ষোল আনা।

সকাল যখন ঘন কুয়াশায় ঢাকা -
বন্ধু - স্বজন-ও খন্ডিত ভাগে ভাগে,
হয়তো তোমার ভাল লাগলোনা তাই-
তুমি চলে গেলে 'বারোটা' বাজার আগে।

আমরা যারা এখনো স্বপ্ন দেখি,
সারা দেশ জুরে তারা রইলাম জেগে -
স্বপ্নের কুঁড়ি ফুল হবে যেনো ঠিক,
কমরেড তুমি ঘুমাও ভরসা রেখে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন